কুয়াকাটা সৈকতে আপনি কি কি করবেন ?

সৈকতে আপনি কি কি করবেন

by tourismtimes

সৈকতঃ কুয়াকাটা সমুদ্র সৈকতটি দৈর্ঘ্য পূর্ব ও পশ্চিমে বিন্যাস্ত। ফলে দক্ষিনের হাওয়া মানে সমুদ্রের ঝাপটা কুয়াকাটাকে শীতল ও মনোরমের স্বাদ দিয়েছে। কুয়াকাটা সৈকত একটি আকর্ষনীয় ও মনোরম। সমুদ্রর গর্জন , দর্শনার্থীদের পদচারনা এবং সমুদ্র পরিবাহিত সুশীতল বাতাস এবং রাত্রীর নির্জনতা এক অপূর্ব সৈীন্দর্য।সমুদ্র সৈকত পর্যটকদের কাছে সাগরকন্যা নামে খ্যাত। ১৮ কিঃমিঃ দৈঘ্যে ও ০৬ কিঃমিঃ প্রস্থ সৈকত বিশিষ্ঠ কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত । জাপানের একটি সিবিচ ও কুয়াকাটা সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্থ উপভোগ করা যায় এছাড়া পৃথিবীর অন্য কোন দেশে উপভোগ করা যায়না । বাংলাদেশের ২য় বৃহত্তম সৈকত যেখানে থেকে সূর্যোদয় এবং সূর্যাস্থ দুটোই উপভোগ করা যায়।

You may also like

Leave a Comment