কিভাবে আসবেন কুয়াকাটা ?

যেভাবে আসবেন কুয়াকাটায়

by tourismtimes

কেউ যদি প্রকৃতির অকৃপনা দান, নয়নাভিরাম শোভা দেখার আগ্রহ জেগে ওঠে তাদেরকে অবশ্যই কলাপাড়া উপজেলায় পদার্পন করে বাস যোগে কুয়াকাটায় আসতে হবে। রাজধানী থেকে সরাসরি বিলাসবহুল চেয়ারকোচসহ বিভিন্ন পরিবহন যোগে আসতে পারেন কুয়াকাটায়। সে ক্ষেত্রে আপনাকে গাবতলি বাসষ্টান্ড অথবা সায়েদাবাদ টার্মিনালে গিয়ে পছন্দমত ্এসি/ নন এসি গাড়ির টিকেট নিয়ে সকাল রাত যে কোন সময় বাসে ওঠে যেতে পারেন। সময় লাগবে প্রায় ৮ ঘন্টা । আবার চাইলে আপনি লঞ্চ যোগে আসতে পারেন । ঢাকা সদরঘাট থেকে নদীপথে লঞ্চযোগে আসতে পারেন । ঢাকা সদরঘট থেকে প্রতিদিন লঞ্চ ছাড়ে বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পেীছে যাবেন ১০/ ১২ ঘন্টায় । সকালে পটুয়াখালী জেলা শহরে পেীছে যাত্রীবাহী বাসে কুয়াকাটায় ২ ঘন্টায় পেীছে যাবেন। এছাড়াও আপনি চাইলে আসতে পারেন ভাড়ায় চালিত মিনিবাস, প্রাইভেটকার, মটরসাইকেলযোগে। অথবা আপনি চাইলে আসতে পারেন বরিশাল বিভাগীয় শহরে লঞ্চ যোগে। রাত নয়টায় সদরঘাট থেকে লঞ্চে ওঠলে সকালে বরিশাল শহরে পেীছে আপনি বাস যোগে ৪ ঘন্টায় পেীছতে পারেন কুয়াকাটায়। আপনি চাইলে আকাশ পথেও আসতে পারেন, হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ৫০ মিনিটে সরাসরি কুয়াকাটা হেলিপ্যাডে অবতরন করতে পারেন। কুয়াকাটায় পেীছে আপনি আপনার বুকিং করা হোটেলে খুব কম সয়ের মধ্যেই পেীছতে পারেন।

You may also like

Leave a Comment